Job Description / Responsibility
- ক্লাইন্টদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে এবং বিজনেস উন্নয়নের জন্য বিদ্যমান গ্রহকদের সাথে সম্পর্ক বজায় রাখা।
- জটিল অবস্থায় স্বাধীনভাবে কাজ করার যোগ্যতা থাকতে হবে।
- প্রত্যেক দিন মেডিকেলের ক্লইন্টদের তালিকা তৈরি করতে হবে এবং তালিকা অনুসারে ক্লাইন্টদের সাথে সাক্ষাৎ করতে হবে ভিন্ন লোকেশেনে।
- মেডিকেলের চাহিদা বুঝতে হবে এবং চাহিদা অনুযায়ি সেবা দিতে হবে।
- সিদ্ধান্ত গ্রহন করা এবং সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে।
- ম্যানেজমেন্ট এর নিকট ডাটা রিপোর্ট করা।
- মাঝে মাঝে ব্যবস্থাপনার নির্ধারিত অন্যান্য কাজ করা।
Job Nature
Full-time
Educational Requirements
- যে কোন বিষয়ে ডিগ্রি/ আলেম/ সমমান পাস হতে হবে।
Additional Job Requirements
- Age 18 to 30 year(s)
- কম্পিউটার সম্পর্কে জ্ঞান আবশ্যক।
- ভাল সৃষ্টিশীল, কৌশলগত, বিশ্লেষণী ও নেতৃত্ব দক্ষতা এবং ইতিবাচক মানসিকতার অধিকারী।
- ভাল আন্তঃব্যক্তিগত দক্ষতা এবং একজন ভাল টিম প্লেয়ার হতে হবে।
- ক্লাইন্টদেও সাথে ভাল যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
Job Location
লক্ষ্মীপুর
Salary Range
Tk. 15020
Apply Instruction:
আগ্রহী প্রার্থীদের সকল শিক্ষগত যোগ্যতার সনদপত্র, মার্কশীট, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, সদ্যতোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং পূর্ণ জীবনবৃত্তান্তসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী ২৫-০৮-২০১৬ইং তারিখের মধ্যে
মোবাইল: ০১৭৩৪-৬৩৯৬৬৮
এবং ২৬-০৮-২০১৬ তারিখে মূল সনদপত্র সহ প্রার্থীকে উপস্থিত থাকার জন্য বলা হলো। উল্লেখ্য সকল পদের জন্য ফেরৎযোগ্য জামানত আবশ্যক।মোবাইল: ০১৭৩৪-৬৩৯৬৬৮
Application Deadline : Aug 26, 2016
Job Source
বিডিজবস ডট কম অনলাইন জবপোস্টিং
The post Medical Representative @Savier Pharmaceuticals (Unani) appeared first on Pharma Jogot.